মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:০৯ অপরাহ্ন

পলাশবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চলমান মাদক বিরোধী অভিযানে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাগর আলী (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) পলাশবাড়ীর রংপুর-বগুড়া মহাসড়কে নুরানী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাসি চালিয়ে ওই পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ নগর আলীকে আটক করা হয়। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ইসলামপুর (পোরারচড়) গ্রামের জুলহক ব্যাপারীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিবহনে অভিযান চালানো হয়। এসময় নগর আলীর পরিহিত জ্যাকেটের ভেতর কালো কচটেপ দ্বারা বিশেষভাবে মোড়ানো ৪টি জিপার ব্যাগের মধ্যে রক্ষিত ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। ধৃত নগর আলীর ‍বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন