ইচ্ছে
ফাতেমা রহমান
এমন যদি হতো,
আমার বিচরণ ভূমি।।
যেথায় সকলের তরে বলত সকলে।
কী ভালো তুমি! কী ভালো তুমি!
কোথাও নেই কোন হিংসাদ্বেষ। কারো
প্রতি কারো নেই কোন বিদ্বেষ।
স্বার্থের দ্বন্দ্বে নেই কোন মানহানি।
সকলে সকলকে সম্মান দিতে জানি।
আমি আমি আমরা মিলে সকাল দুপুর সন্ধ্যা সাঁঝ মিলে মিশে সমঝোতায় করি কাজ।
কোন কাজে কারো নেই, কোন লাজ।
ঘরে বাইরে প্রতিক্ষণে প্রতিদিন সকলের ভাবনায় রবে,
ভালবাসায় বিশ্বকে জয় করবো একদিন।
এ যেন এক স্বপ্ন পুরি।
আনন্দ উচ্ছাসে রয়েছে ভরি।
সে মাটি বিনম্রতায় শতবার চুমি।
লেখক, ফাতেমা রহমান, জাগো২৪.নেট 















