ঢাকাঃ একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ১৭৮ ঢাকা-৫ এবং ৫১ নওগাঁ-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) শপথ গ্রহণ করেছেন।
আজ বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া , চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে কাজী মনিরুল ইসলাম এমপি এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
গত ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এবং ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুজনিত কারণে গত ১৭ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তারা দুজন বিজয়ী হন।
আগামীনিউজ/এএইচ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
শপথ নিলেন দুই সাংসদ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশের সময়: ০৪:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- ২৩
জনপ্রিয়

























