গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ি গ্রামের সাংবাদিক সুমন কুমার বর্মন (৩৮) আর নেই। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগসহ উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সুমন কুমার বর্মণ বাবা-মা, এক ভাই ও এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক সুমন কুমার বর্মণ বাবা সন্তোষ চন্দ্র বর্মণ ও মা বনা রানীর প্রথম সন্তান।
সুমন কুমার বর্মণ জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দেশ দর্পণের গাইবান্ধা জেলা প্রতিনিধি, গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক মাধুকরের দারিয়াপুর প্রতিনিধি, গাইবান্ধা থেকে প্রকাশিত সাপ্তাহিক দারিয়াপুরের সম্পাদক ও দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে অসুস্থ্য হয়ে পড়লে সাংবাদিক সুমন কুমার বর্মণকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে রেফার্ড করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মারা যান সাংবাদিক সুমন কুমার বর্মণ।
সুমন কুমার বর্মন তার লেখনিতে অসহায় ও নিপীড়িত মানুষের কথা তুলে ধরে তার সমাধানের চেষ্টা করে গেছেন। সবসময় থেকেছেন এ ধরনের মানুষগুলোর আশেপাশে। সবসময় সাংবাদিকতা করে গেছেন মানুষের কল্যাণে।
সাংবাদিক সুমন কুমার বর্মনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশ দর্পনের প্রধান সম্পাদক আলমগীর কবিরসহ দেশ দর্পণ পরিবার, দৈনিক মাধুকরের সম্পাদক কে. এম. রেজাউল হকসহ মাধুকর পরিবার, সাংবাদিক ভবতোষ রায় মনা, শামছুল ইসলাম, রওশন আলম পাপুল, শাহাদাৎ হোসেন মিশুক, তোফায়েল হোসেন জাকির, মো. রফিকুল ইসলাম রফিক, রাহুল ইসলাম রুবেল, ওমর ফারুক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ ওয়াজিউর রহমান র্যাফেল, জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক, উদীচী জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সাজ্জাদ চৌধুরী, উদীচী দারিয়াপুর শাখার সভাপতি রাশেদ মোস্তফা সোহেল, জেলা কৃষক সমিতির সভাপতি সুভাষ শাহ রায়, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম মাস্টার, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি হাজী একরাম হোসেন বাদল ও সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডলসহ আরও অনেকে।

নিজস্ব প্রতিবেদক 























