রংপুর বিভাগীয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মেয়ে সুলতানা খাতুন।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রংপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা সুলতার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (ভারঃ) মুজাহিদুল ইসলাম।
সুলতানা খাতুন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিযোগিতায় অংশ নেয়। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার গ্রামের নাম দামগাছা। বাবার নাম আবু সাঈদ এবং মায়ের নাম ছাদেকা বেগম।
সুলতানা জানায়, সে সরকারি ভাবে ট্রেনিং-সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো ভালো সাফল্য এনে দিতে আত্মবিশ্বাসী।
দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা আক্তার জানান, সুলতানা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দুটি খেলায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ক্রিকেট বল নিক্ষেপ করে ১ম স্থান ও উচ্চ লম্ফ খেলায় ৩য় স্থান অধিকার করেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

























