বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্রাচুইটির পাওনা টাকা আদায়ের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
রংপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা সমিতির সভাপতি এজেএম শহীদুল আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, তবিবর রহমান, নাজমুল হক শামসুল ইসলাম প্রমূখ।
বক্তারা আগামী অক্টোবর মাসের মধ্যে গ্রাচুইটির সমুদয় অর্থ পরিশোধ, বকেয়া গ্রাচুইটির টাকা ক্ষতিপূরণসহ প্রদান ও সরকারি নির্দেশনা মোতাবেক অবসরপ্রাপ্তদের উৎসবভাতা, বৈশাখীভাতা ও চিকিৎসাভাতা প্রদানের দাবি জানান।
বিএসএফআইসি অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত রংপুর চিনিকল শাখার অর্ধশতাধিক সদস্য এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এবিএস লিটন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) 




















