গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বহুল আলোচিত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহরাফ মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সোহরাফ উপজেলার কামদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জের বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী জানান, ধৃত সোহরাফের বিরুদ্ধে গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় ডাকাতি-ছিনতাই ও অন্যান্য ৮ টি মামলা রয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সেকারণে তাকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রেখে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সোহরাফকে গ্রেফতার করা হয়।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট