মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন

গাইবান্ধায় চাকুরি মেলায় ৩ শতাধিক প্রার্থী

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কর্মসংস্থান বিষয়ে গাইবান্ধা পৌরপার্কে এক চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় ৩ শতাধিক যুব নারী-পুরুষ চাকুরি প্রত্যাশী হয়ে তাদের জীবন বৃত্তান্ত ও প্রয়োজনী তথ্য প্রদান করে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মেলাটি আয়োজন করে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র। এতে সহযোগিতা করে এডাব্লিউও ইন্টারন্যাশনাল নামের সংস্থা। উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

পরে পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজক সংস্থার নির্বাহী প্রধান এম. আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে’র অধ্যক্ষ প্রকৌশলী আবদুর রহিম, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক নেশারুল হক প্রমুখ।

মেলায় আরএফএল, সিঙ্গার, ডাচ বাংলা প্যাক, ওয়ালটন, রিক্রুটিং এজেন্সি আল জহুল ইন্টারন্যাশনাল, টিটিসি, জনশক্তি ও কর্মসংস্থান অফিস, গণ উন্নয়ন কেন্দ্রসহ ১০টি চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়।

গণ উন্নয়ন কেন্দ্র’র নির্বাহী প্রধান এম. আবদুস সালাম জানান, মেলায় জেলার তিন শতাধিক বেকার ও প্রশিক্ষিত যুব নারী পুরুষ অংশ নিয়ে দেশ ও দেশের বাইরে কর্মসংস্থানের জন্য জীবন বৃত্তান্ত ও প্রয়োজনী তথ্য প্রদান করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন