গাইবান্ধার সুন্দরগঞ্জে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেল ৫ টার দিকে সোনারায় ইউনিয়নের স্কুলের বাজারে বসুনীয়া ম্যানসনের ২য় তলায় এ উপ-শাখার উদ্বোধনকালে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. রেজাউল কাফী।
প্রধান অতিথির বক্তব্য দেন এনআরবিসি ব্যাংকের রংপুর জোন প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সিরাজুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর জোন প্রধান ও সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল ইসলাম ও রংপুর জোনের নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা।
এ সময় আরও বক্তব্য দেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি, খামার মনিরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাখখারুল ইসলাম বসুনিয়া বাচ্চু ও এ উপ শাখা ব্যবস্থাপক মো. হায়দার আলী প্রমুখ। পরে ফিতা কেটে এ উপ শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট