‘করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানে শুক্রবার (১ মার্চ) শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে লালমনিরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার সকাল ১০টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি.এম.এ মোমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফজলুল হক, বেঙ্গল লাইফ ইনসুরেন্সের ডেপুটি প্রজেক্ট হেড আব্দুল মান্নান, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ইসলামী তাকাফুল লালমনিরহাটের জোনাল ইনচার্জ মিজানুর রহমান, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের জনবীমার লালমনিরহাটের জোনাল ইনচার্জ আব্বাস আলী ও জীবন বীমা কর্পোরেশনের জোনাল ইনচার্জ আব্দুল কাইয়ূম প্রমুখ।
এ সময় বিভিন্ন ইনসুরেন্সের কর্মকর্তা-কর্মচারী ও বীমা গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

























