ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে সোনালী ব্যাংক পিএলসি’র ১২৩৪তম নতুন শাখার যাত্রা শুরু হয়েছে।
সোমবার এ নতুন শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিইও মো. শওকত আলী খান।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নুরন্নবী, রানীরবন্দর শাখা ব্যবস্থাপক মিঠুন মহান্ত উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, উপজেলা জামায়াতের সম্পাদক মো. মমিনুল ইসলাম, রানীরবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সেকেন্দার আলী শাহ, আলহাজ্ব মমতাজ আলী শাহ, নশরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই, আলহাজ্ব ডা. মো. জাকির হোসেন, জামায়াত নেতা মো. মকবুল হোসেনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরিবন্দর (দিনাজপুর) 

























