স্কুল-কলেজ চালুর প্রস্তুতি সম্পন্নে, নির্দেশনা জারি করেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ জন্য সময় বেঁধে দেয়া হয়েছে সপ্তাহ দেড়েক। নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানার কড়াকড়িসহ এক বেঞ্চে সর্বোচ্চ বসতে পারবে দুই শিক্ষার্থী। কিন্তু কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেসম্পর্কে এখনই কিছু বলছে না সরকার।করোনাকালে নতুন স্বাভাবিকে বদলে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠনের ভেতরকার পরিবেশ। শ্রেণিকক্ষে থাকছে না শিক্ষার্থীদের ঘনিষ্ঠ সহাবস্থান। ইউনিসেফ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার নতুন নীতিমালা ঠিক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। নীতিমালায় বলা হয়েছে শ্রেণিকক্ষে বেঞ্চের আকার ৫ ফুটের কম হলে একজনের বেশি শিক্ষার্থী বসানো যাবে না। দুই শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব থাকবে অন্তত তিন ফুট।
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্কুলে প্রবেশের আগে-পরে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিতে হবে। এমনকি স্কুলের মাঠ ছোট হলে করা যাবে না প্রাত্যহিক অ্যাসেমব্লি। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে এই নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। কিন্তু কবে নাগাদ স্কুল-কলেজ খুলবে সেটি এখনও ঠিক হয়নি।
এ নির্দেশনা পাওয়া মাত্রই বিভিন্ন প্রতিষ্ঠানে তা মেনে চলার কাজ শুরু হয়েছে। করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।
ডেস্ক রিপোর্ট 























