শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপ: গাইবান্ধায় বিভিন্ন স্থানে ভোজের আয়োজন, বাড়ছে উন্মাদনা

দেখতে দেখতে শেষপ্রান্তে পৌঁছাছে কাতার ফুটবল বিশ্বকাপ খেলা। আর এই ফাইনাল খেলা ঘিরে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে করা হয়েছে ভোজের আয়োজন। সময় যতই ঘনিয়ে আসছে খেলা ভক্তদের মাঝে ততই উন্মাদনা বাড়ছে। কে হাসবে শেষ হাসি- আর্জেন্টিনা নাকি ফ্রান্স? এ নিয়ে সমর্থকদের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ।

রোববার (১৮ ডিসেম্বর) আজকের এই ফাইনলাল খেলাকে কেন্দ্র করে গাইবান্ধার সাতটি উপজেলার সর্বত্র চলছে উৎসবের আমেজ। কোথাও কোথাও আর্জেন্টিনার সমর্থকরা আয়োজন করেছে খিচুড়ি-পোলাও খাবারের। দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের পতাকা মিছিল। তবে কতিপয় স্থানে ফ্রান্সের ভক্তরাও উন্মাদনা করেছে।

জানা যায়, আজ রাত নয়টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বানাম ফ্রান্স। বিশ্বকাপে আর্জেন্টিনার এটি ষষ্ঠ ফাইনাল হলেও ফ্রান্সে তাদের থেকে একবার কম ফাইনাল খেলেছে। গত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন লিওনেল মেসিদের সামনে। সবমিলে খেলার শুরু থেকে গাইবান্ধার অধিকাংশ বাসিন্দা আর্জেন্টিনার পক্ষে সাপর্ট দিচ্ছে। আবার অনেকে ব্রাজিল ভক্তও ছিলেন। ব্রাজিল পরাজয়ে বিদায় হওয়ার পরে এই ভক্তরা সমর্থন দিয়েছে ফ্রান্সকে। তাই আর্জেটিনা ও ফ্রান্স ভক্তদের মধ্যে অনেক সময় বিতর্কের সৃষ্টিও হচ্ছে। কার হাতে উঠবে এই ট্রফি তা নিয়ে কোথাও কোথাও বাজি ধরাও হচ্ছে।

এসব উন্মদনার ধারাবাহিকতায় আজ রোববার সন্ধ্যা থেকে গাইবান্ধার মহিমাগঞ্জ, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জসহ আরও বেশ কিছু স্থানে বড় পর্দা লাগানো হয়েছে। এই পর্দার মাঠের পাশে রান্না চলছে খিচুড়ি-ভাত-পোলাও এর।

মহিমাগঞ্জের বটতলার আর্জেন্টিনার সমর্থক নজরুল ইসলাম জানান, ছোট বেলা থেকে আর্জেন্টিনা দলকে সমর্থ করি। আর্জেন্টিনার দলের প্রতি আমাদের ভালোবাসা আছে।  আমরা আশাবাদী বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিরা ঘরে উঠবে।

স্থানীয় ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড় পর্দা স্থাপন করেছে আর্জেন্টিনার ভক্তরা। এখানকার আয়োজক আমিনুল ইসলাম সরকার জানান, খেলাপ্রেমিদের জন্য খিচুড়ি রান্না চলছে। জিতবে এবার প্রিয়দল আর্জেন্টিনা।

সাদুল্লাপুরের আর্জেন্টিনার ভক্ত রফিকুল ইসলাম রাজু বলেন, আজকের ফাইনালে আর্জেন্টিনার জয় অবধারিত। আমরা বিজয়ী হবো নিশ্চিত জেনে দর্শকদের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে।

এদিকে গাইবান্ধার কামরুল ইসলাম নামের এক খেলাপ্রেমি যুবক জানান, এবারের বিশ্বকাপের শুরুতে ব্রাজিল সমর্থক ছিলেন। পরাজয়ের পর ফ্রান্সকে সমর্থন দিয়েছেন। তৃতীয় বারের মতো এবার বিশ্বকাপ ফ্রান্সের হাতে উঠতে পারে বলে ধারণা করছেন এই  ভক্ত।

জনপ্রিয়

কাতার বিশ্বকাপ: গাইবান্ধায় বিভিন্ন স্থানে ভোজের আয়োজন, বাড়ছে উন্মাদনা

প্রকাশের সময়: ০৮:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

দেখতে দেখতে শেষপ্রান্তে পৌঁছাছে কাতার ফুটবল বিশ্বকাপ খেলা। আর এই ফাইনাল খেলা ঘিরে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে করা হয়েছে ভোজের আয়োজন। সময় যতই ঘনিয়ে আসছে খেলা ভক্তদের মাঝে ততই উন্মাদনা বাড়ছে। কে হাসবে শেষ হাসি- আর্জেন্টিনা নাকি ফ্রান্স? এ নিয়ে সমর্থকদের মধ্যে চলছে চুলছেড়া বিশ্লেষণ।

রোববার (১৮ ডিসেম্বর) আজকের এই ফাইনলাল খেলাকে কেন্দ্র করে গাইবান্ধার সাতটি উপজেলার সর্বত্র চলছে উৎসবের আমেজ। কোথাও কোথাও আর্জেন্টিনার সমর্থকরা আয়োজন করেছে খিচুড়ি-পোলাও খাবারের। দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের পতাকা মিছিল। তবে কতিপয় স্থানে ফ্রান্সের ভক্তরাও উন্মাদনা করেছে।

জানা যায়, আজ রাত নয়টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বানাম ফ্রান্স। বিশ্বকাপে আর্জেন্টিনার এটি ষষ্ঠ ফাইনাল হলেও ফ্রান্সে তাদের থেকে একবার কম ফাইনাল খেলেছে। গত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন লিওনেল মেসিদের সামনে। সবমিলে খেলার শুরু থেকে গাইবান্ধার অধিকাংশ বাসিন্দা আর্জেন্টিনার পক্ষে সাপর্ট দিচ্ছে। আবার অনেকে ব্রাজিল ভক্তও ছিলেন। ব্রাজিল পরাজয়ে বিদায় হওয়ার পরে এই ভক্তরা সমর্থন দিয়েছে ফ্রান্সকে। তাই আর্জেটিনা ও ফ্রান্স ভক্তদের মধ্যে অনেক সময় বিতর্কের সৃষ্টিও হচ্ছে। কার হাতে উঠবে এই ট্রফি তা নিয়ে কোথাও কোথাও বাজি ধরাও হচ্ছে।

এসব উন্মদনার ধারাবাহিকতায় আজ রোববার সন্ধ্যা থেকে গাইবান্ধার মহিমাগঞ্জ, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জসহ আরও বেশ কিছু স্থানে বড় পর্দা লাগানো হয়েছে। এই পর্দার মাঠের পাশে রান্না চলছে খিচুড়ি-ভাত-পোলাও এর।

মহিমাগঞ্জের বটতলার আর্জেন্টিনার সমর্থক নজরুল ইসলাম জানান, ছোট বেলা থেকে আর্জেন্টিনা দলকে সমর্থ করি। আর্জেন্টিনার দলের প্রতি আমাদের ভালোবাসা আছে।  আমরা আশাবাদী বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিরা ঘরে উঠবে।

স্থানীয় ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড় পর্দা স্থাপন করেছে আর্জেন্টিনার ভক্তরা। এখানকার আয়োজক আমিনুল ইসলাম সরকার জানান, খেলাপ্রেমিদের জন্য খিচুড়ি রান্না চলছে। জিতবে এবার প্রিয়দল আর্জেন্টিনা।

সাদুল্লাপুরের আর্জেন্টিনার ভক্ত রফিকুল ইসলাম রাজু বলেন, আজকের ফাইনালে আর্জেন্টিনার জয় অবধারিত। আমরা বিজয়ী হবো নিশ্চিত জেনে দর্শকদের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে।

এদিকে গাইবান্ধার কামরুল ইসলাম নামের এক খেলাপ্রেমি যুবক জানান, এবারের বিশ্বকাপের শুরুতে ব্রাজিল সমর্থক ছিলেন। পরাজয়ের পর ফ্রান্সকে সমর্থন দিয়েছেন। তৃতীয় বারের মতো এবার বিশ্বকাপ ফ্রান্সের হাতে উঠতে পারে বলে ধারণা করছেন এই  ভক্ত।