দিনাজপুরের চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু’র বৃদ্ধা মায়ের বাড়িতে চাঁদা চেয়ে চিঠি ও টাকা না দিলে বাড়ি পুড়িয়ে দেয়ার হুমকী দেয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে অজ্ঞাত কেউ তাঁর চিরিরবন্দর রেলগেট সংলগ্ন মাঝাপাড়ার বাড়ির জানালার গ্রীল দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই হুমকীর চিঠি বাড়িতে দেয়। এছাড়াও বেশ কয়েকদিন আগেও একই কায়দায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে অনুরুপ একটি চিঠি দেয়।
প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু’র মাতা রেবেকা বেগম চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা ও অনারারী ম্যাজিষ্ট্রেট মরহুম আলতাফ হোসেনের স্ত্রী। তিনি জানান-কে বা কাহারা বাড়ির জানালার গ্রীল দিয়ে পর পর ২ টি হুমকির চিঠি দিয়েছে। চিঠিতে প্রথমে ১ লাখ টাকা ও পরে ৫০ হাজার টাকা চেয়ে চিঠি দেয়া হয়। টাকা না দিলে বাড়িঘর পুড়িয়ে ফেলার হুমকি দেয়া হয়।
চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম জানান, এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে অপরাধীকে দ্রæত চিহ্নিত ও আটক করার দাবি জানানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। খুব দ্রæততার সাথে তদন্ত করে অপরাধী চিহ্নিত করে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু’র মাতা বাড়িতে একজন কাজের মহিলাসহ একাই থাকেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 























