অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়ন করছে। গ্রামকে শহর বানাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশমত দল চলবে। বিএনপি- জামায়াতের হাতে দেশ তুলে দেয়া হবে না। রাষ্ট্রদ্রোহিতা করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে। যে দল জ্বালাও পোড়াও করে, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে।
রবিবার বিকেল ৩টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে এসময় খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, সহকারি কমশিনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন সরকার গোলাপ, জাকির হোসেন দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায় প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান অতিথি ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির আওতায় ৩ জন ভিক্ষুকের মাঝে গরুর বাছুর প্রদান করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























