শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোরবানির ৭৮ গরুর গোশত পেলেন ৩ হাজার দুস্থ মানুষ

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অসহায়-দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। এতে ৭৮টি গরু কোরবানি করা হয়। এসব গোশত প্রায় তিন হাজার মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জুন)  সাঘাটা উপজেলার হাটভরতখালী এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠ স্কুল মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত সাঘাটা উপজেলার মুক্তিনগর, সাঘাটা, ভরতখালী, জুমারবাড়ী, কামালেরপাড়া এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া, ফুলছড়ি, উদাখালী ও উড়িয়া ইউনিয়নের মোট ৯টি ইউনিয়নের ওইসব মানুষ গোশত করেন। প্রত্যক পরিবারের মাঝে দুই কেজি করে দেওয়া হয়।

 ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এসকেএস ফাউন্ডেশন এই মানবিক কার্যক্রম পরিচালনা করে। প্রায় ২০ বছরের অধিক সময় ধরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং এসকেএস ফাউন্ডেশন প্রতিবছর ঈদের দ্বিতীয় দিন এই কর্মসূচি বাস্তবায়ন করেন।

কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, ইসলামিক রিলিফ জার্মান প্রতিনিধি সাইমা মিরভিক রোগে, ইসলামিক রিলিফ বাংলাদেশের সমন্বয়কারী জাকির হোমেন, এসকেএস ফাউন্ডেশনের সোশ্যাল এন্টারপ্রাইজের সমন্বয়কারী আবু সাঈদ সুমন, সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট, ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল প্রমুখ।

 

জনপ্রিয়

কোরবানির ৭৮ গরুর গোশত পেলেন ৩ হাজার দুস্থ মানুষ

প্রকাশের সময়: ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অসহায়-দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। এতে ৭৮টি গরু কোরবানি করা হয়। এসব গোশত প্রায় তিন হাজার মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জুন)  সাঘাটা উপজেলার হাটভরতখালী এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠ স্কুল মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত সাঘাটা উপজেলার মুক্তিনগর, সাঘাটা, ভরতখালী, জুমারবাড়ী, কামালেরপাড়া এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া, ফুলছড়ি, উদাখালী ও উড়িয়া ইউনিয়নের মোট ৯টি ইউনিয়নের ওইসব মানুষ গোশত করেন। প্রত্যক পরিবারের মাঝে দুই কেজি করে দেওয়া হয়।

 ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এসকেএস ফাউন্ডেশন এই মানবিক কার্যক্রম পরিচালনা করে। প্রায় ২০ বছরের অধিক সময় ধরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং এসকেএস ফাউন্ডেশন প্রতিবছর ঈদের দ্বিতীয় দিন এই কর্মসূচি বাস্তবায়ন করেন।

কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, ইসলামিক রিলিফ জার্মান প্রতিনিধি সাইমা মিরভিক রোগে, ইসলামিক রিলিফ বাংলাদেশের সমন্বয়কারী জাকির হোমেন, এসকেএস ফাউন্ডেশনের সোশ্যাল এন্টারপ্রাইজের সমন্বয়কারী আবু সাঈদ সুমন, সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট, ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল প্রমুখ।