গাইবান্ধার মেয়ে ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস.এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তাঁর মৃত্যুতে মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান একটি শোকবার্তা দিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিয়ার মৃত্যু হয়।
এস.এম নাজিয়া সুলতানা গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা এস.এম ওয়াহিদুজ্জামান মিনটু’র তৃতীয় মেয়ে।
ডিসি তার শোকবার্তায় উল্লেখ করেছেন, ক্যাডার ৩০তম ব্যাচের কর্মকর্তা এস.এম নাজিয়া সুলতানা একজন কর্তব্য পরায়ণ-সৎ-দক্ষ ও বিচক্ষণ কর্মকর্তা ছিলেন।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, গাইবান্ধা জেলা প্রশাসন ও বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 























