জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী হওয়ার জন্য প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দিচ্ছেন। তাই সন্তানদের পড়াশুনায় শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলে চলবে না। অভিভাবকদেরও শিক্ষার্থীদের প্রতি বেশী বেশী যত্নশীল হতে হবে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় আমিনিয়া দাখিল মাদ্রাসা এবং রঘুনাথপুর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত একাডেমিক ভবনের ফলক উন্মোচন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, বল্লমঝাড় আমিনিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাহেদুল ইসলাম ঝন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রঘুনাথপুর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, প্রধান শিক্ষক সামছুল আলম ফুল, সুপার নূর মোহাম্মদ প্রমুখ।
শামীম মিয়া, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 























