মাশুল
আমিরুল ইসলাম কবির
জীবনের একটি ভুলের জন্য
দিতে হয় চরম মাশুল
কেউ করে জেনে শুনে ভুল
কেউবা করে না জেনে ভুল
অনেক সময় একজনের ভুলের জন্য
অন্যজনকে দিতে হয় মাশুল..!
কেউ করে ভালোবেসে ভুল
কেউ না বেসে করে ভুল
অসৎ সঙ্গে মিশে অনেকই
দেধারছে করেই যাচ্ছে ভুল
বিধিনিষেধ আরোপ করেও
ভাঙছে না তার ভুল –
যেভাবেই হোকনা সে ভুল
সেজন্য কতজনকে পেতে হয় শুল
জীবনের একটি ভুলের জন্য
সারাজীবন কেনো-
অনন্ত কাল দিয়েও.
শেষ হয় কি সে মাশুল
শেষ হয় কি সে মাশুল…?
আমিরুল ইসলাম কবির 

























