ভারতের উত্তরাখন্ডে হিমবাহ গলে বাঁধ ধসে বন্যায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার রাতে হিমবাহ ভেঙে যাওয়ার পর বাঁধ ভেঙে চামোলি জেলার ধুলিগঙ্গা নদীর পানি বাড়তে থাকে। এরপর রবিবার সকাল নাগাদ পরিস্থিতির অবনতি হতে থাকে। তীব্র সোতে ভেসে যায় আশপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের কাজও। সেখানে কর্মরত দেড়শ’ শ্রমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
উত্তরাখন্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, পানির স্রোতে অনেকেই ভেসে যেতে পারেন। তবে, হতাহতের সংখ্যা নিশ্চিত করেননি তিনি। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধারকারী দল। চামোলি থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তায় জারি করা হয়েছে সতর্কতা।
আন্তর্জাতিক ডেস্ক 

























