বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে বিভেদের চেষ্টা চলছে। এ নিয়ে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা দ্রুত করোনার টিকা পেয়েছি।কর্মসূচি উদ্বোধনের পর তিন পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম ও কামাল হোসেন টিকা নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম, প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়াকে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর মন্ত্রী তাদের অনুভূতি জানতে চান।
জাগো২৪.নেট,ডেস্ক 























