প্রথম দিনে সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে; পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।সারাদেশে ১ হাজার ৫টি হাসপাতালে ২ হাজার ৪শ’ টিম টিকাদান কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। রাজধানীর সরকারি ৫০টি হাসপাতালে দেয়া হচ্ছে করোনার টিকা। ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে ৩শ ৪৩টি টিম টিকা প্রয়োগে কাজ করছে।
তবে রেজিস্ট্রেশনের জন্য গেল ৪ঠা ফেব্রুয়ারি করোনা টিকা নিতে রেজিস্ট্রেশনের জন্য বানানো অ্যাপটি গুগল প্লে স্টোরে আসার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই যারা করোনার টিকা পেতে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন এবং অনলাইনে আবেদন করতে পারছেন না তাদের জন্য স্পটে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, নিবন্ধন করেই টিকা দেয়া যাবে না। নিবন্ধনের পর টিকা নিতে আগ্রহীদের অপেক্ষা করতে হবে এসএমএসের জন্য।
এছাড়া চার সপ্তাহ পর করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৭ ও ২৮শে জানুয়ারি যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাগো২৪.নেট,ডেস্ক 























