বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেছেন, বিএনপি ও জামায়াত আগুন সন্ত্রাসসহ দেশ বিরোধী নানা ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে। পুলিশ-সাংবাদিক ও সাধারণ মানুষ কেউ তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তারা নির্বাচন বাঞ্চাল করতে লাশের রাজনীতির হুলিয়া খেলায় মেতে ওঠেছে।
রোববার (৫ নভেম্বর) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তরুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি স্মৃতি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। হরতাল-অবরোধের কর্মসূচী দিয়ে যারা মানুষ হত্যা করে, জনগণ তাদের পাশে নেই। উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় আবারও আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার সরকার বাবুর সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 





















