অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়। তাই গণভোটের আয়োজন করছে সরকার। এটা দলের স্বার্থে গণভোট না। দেশের স্বার্থে গণভোট। তাই হ্যাঁ ভোট দিবেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে গাইবান্ধা স্টেডিয়ামে অডিটোরিয়াম হলরুমে ভোটারদে আস্থা বৃদ্ধি করা, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চত ও গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতাবৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আপনারা যদি চান এই দেশে থেকে বৈষম্য দূর হোক। নিপীড়ন দূর হোক। অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক। তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আর যদি আপনারা অন্যায় অবিচারের পক্ষে থাকেন। তাহলে আপনি না ভোট দিবেন। আমরা এ দেশ থেকে দুর্নীতি, অবিচার, অনিয়ম, শোষন দূর করার জন্য হ্যাঁ ভোট দিব।
তিনি আরও বলেন, গত তিনটি নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিলেন। তারা নিজেরা নিজেদেরকে ইলেকট্রেট ঘোষণা করে বাংলাদেশের মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল। নিজের দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল। আজকে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের বিনিময়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
এ সভায় আরও উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী বিপুল কুমার দাসসহ অনেকে।
এদিকে, বক্তব্য চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাদি হত্যার বিচারসহ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচারের কালক্ষেপণ করার প্রসঙ্গে প্রশ্ন তোলেন। তারা আসিফ নজরুলের উত্তরের সন্তুষ্ট না হয়ে ভূয়া ভূয়া স্লোগান দেন। আসিফ নজরুল তাৎক্ষণিক হলরুম ত্যাগ করে চলে যান।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























