মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: দুলু

মোঃ শাহজাহান সাজু : জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে লালমনিরহাট গোশালা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে গোশালা রোড, স্টেশন রোড ও থানা রোড ব্যবসায়ীদের সঙ্গে লালমনিরহাটের সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গত দেড় বছর ধরে তিস্তা নদী রক্ষা আন্দোলন ও তিস্তা পাড়ের মানুষ ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও এই দাবি জানানো হয়েছিল কিন্তু তারা পারেনি।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পূর্ব শর্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তাই বিএনপি ক্ষমতায় গেলে সর্বপ্রথম লালমনিরহাটের বিমানবন্দরে চালু করা হবে এবং মহাসড়ক চারলেনে উন্নিত করা হবে পাশাপাশি মোগলহাট স্থলবন্দর চালু করব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, স্টেশনের দুই পাশের ব্যসায়ীরা যাতে সমান সুযোগ সুবিধা পায় কোনো ধরনের বৈষম্য শিকার না হয় সে ব্যবস্থা করা হবে। দুই পাড়ের মানুষ যেন দ্রুত চলাফেরা করতে পারে সেজন্য রেল স্টেশনে একটি ফ্লাইওভার নির্মাণের কথা বলেন তিনি। পাশাপাশি পরিত্যক্ত এম টি হোসেন ইনস্টিটিউট নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন আসাদুল হাবিব দুলু।

মতবিনিময় সভায় গোশালা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যসায়ী দুলাল কর্মকার, আলহাজ্ব গোফরান মিয়া ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

জনপ্রিয়

বিএনপি রাষ্ট্রক্ষমতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: দুলু

প্রকাশের সময়: ১২:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

মোঃ শাহজাহান সাজু : জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে লালমনিরহাট গোশালা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে গোশালা রোড, স্টেশন রোড ও থানা রোড ব্যবসায়ীদের সঙ্গে লালমনিরহাটের সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গত দেড় বছর ধরে তিস্তা নদী রক্ষা আন্দোলন ও তিস্তা পাড়ের মানুষ ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও এই দাবি জানানো হয়েছিল কিন্তু তারা পারেনি।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পূর্ব শর্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তাই বিএনপি ক্ষমতায় গেলে সর্বপ্রথম লালমনিরহাটের বিমানবন্দরে চালু করা হবে এবং মহাসড়ক চারলেনে উন্নিত করা হবে পাশাপাশি মোগলহাট স্থলবন্দর চালু করব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, স্টেশনের দুই পাশের ব্যসায়ীরা যাতে সমান সুযোগ সুবিধা পায় কোনো ধরনের বৈষম্য শিকার না হয় সে ব্যবস্থা করা হবে। দুই পাড়ের মানুষ যেন দ্রুত চলাফেরা করতে পারে সেজন্য রেল স্টেশনে একটি ফ্লাইওভার নির্মাণের কথা বলেন তিনি। পাশাপাশি পরিত্যক্ত এম টি হোসেন ইনস্টিটিউট নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন আসাদুল হাবিব দুলু।

মতবিনিময় সভায় গোশালা রোড সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যসায়ী দুলাল কর্মকার, আলহাজ্ব গোফরান মিয়া ও জাহাঙ্গীর আলম প্রমুখ।