সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় তিন সপ্তাহের জামিন পেয়েছেন বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
তিন সপ্তাহ পরে এমপি জিন্নাহকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়েছে। আদালতে প্রতি সবার সম্মান থাকা উচিত বলে জামিন শুনানিতে মন্তব্য করেন হাইকোর্ট।
এমপি জিন্নাহর বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৮৯ লাখ ২৭ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এসব অভিযোগে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর নোটিশ দেয় দুদক। পরে, চলতি বছরের জানুয়ারি মাসে তার বিরুদ্ধে মামলা করে দুদক।
জাগো২৪.নেট,ডেস্ক রিপোর্টস 























