শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে এতিম ১২৫ শিক্ষার্থী পেল কুরআন শরীফ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ১২৫ শিক্ষার্থীর হাতে এসব কুরআন শরীফ তুলে দেওয়া হয়।

শনিবার (২৫ নভেম্বর) জোনার ফাউন্ডেশন- জেড এফ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করে।

এ কর্মসূচিতে সহযোগীতা করেছে- ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, যমুনা প্লাজা, সু-প্যালেস, গাইবান্ধা ও ভিক্টর লাইফস্টাইল নামের প্রতিষ্ঠান।

এ অনুষ্ঠানে মান্দুয়ার পাড়া বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোনার ফাউন্ডেশনের উপদেষ্টা কামাল আযমী, সভাপতি এ জে আশিকুর রহমান শাওন, ক্বারী রবিউল ইসলাম, হাফেজ শামীম, মাজেদ মিয়া, আলোকিত জীবন ফাউন্ডেশনের সভাপতি মাহিন মিয়া, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

সাদুল্লাপুর উপজেলার মান্দুয়ার পাড়া দারুস সালাম হাফিজিয়া এতিমখানা মাদরাসা, জোরগাছার ভিটার ক্বারীমিয়া মাদরাসা, নলডাঙ্গা কবরস্থান মাদরাসা, তালিমুসছুন্না মাদরাসা ও মিফতাহুল উলুম মাদরাসার দুস্থ-এতিম হাফিজিয়া পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ১মধাপে ১২৫ টি পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয়৷

জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন জাগো২৪.নেট-কে বলেন, ২০২২ সালের ২০ জুলাই থেকে গ্রামীণ এলাকায় শুদ্ধভাবে কুরআন শিক্ষা মাকতাব কার্যক্রম শুরু চালু করা হয়েছে। এছাড়া জোনার ফাউন্ডেশন ২০১৪ সালে জুলাই মাসে কর্ম এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য  সম্পূর্ণ অরাজনৈতিক , অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে জোনার ফাউন্ডেশন। আত্ম প্রকাশের পর থেকে গ্রামীন আর্থসামাজিক উন্নয়নে,  দুর্যোগকালীন সময়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, ও অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা করে আসছে জোনার ফাউন্ডেশন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে এতিম ১২৫ শিক্ষার্থী পেল কুরআন শরীফ

প্রকাশের সময়: ০৮:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ১২৫ শিক্ষার্থীর হাতে এসব কুরআন শরীফ তুলে দেওয়া হয়।

শনিবার (২৫ নভেম্বর) জোনার ফাউন্ডেশন- জেড এফ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করে।

এ কর্মসূচিতে সহযোগীতা করেছে- ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, যমুনা প্লাজা, সু-প্যালেস, গাইবান্ধা ও ভিক্টর লাইফস্টাইল নামের প্রতিষ্ঠান।

এ অনুষ্ঠানে মান্দুয়ার পাড়া বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোনার ফাউন্ডেশনের উপদেষ্টা কামাল আযমী, সভাপতি এ জে আশিকুর রহমান শাওন, ক্বারী রবিউল ইসলাম, হাফেজ শামীম, মাজেদ মিয়া, আলোকিত জীবন ফাউন্ডেশনের সভাপতি মাহিন মিয়া, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

সাদুল্লাপুর উপজেলার মান্দুয়ার পাড়া দারুস সালাম হাফিজিয়া এতিমখানা মাদরাসা, জোরগাছার ভিটার ক্বারীমিয়া মাদরাসা, নলডাঙ্গা কবরস্থান মাদরাসা, তালিমুসছুন্না মাদরাসা ও মিফতাহুল উলুম মাদরাসার দুস্থ-এতিম হাফিজিয়া পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ১মধাপে ১২৫ টি পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয়৷

জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন জাগো২৪.নেট-কে বলেন, ২০২২ সালের ২০ জুলাই থেকে গ্রামীণ এলাকায় শুদ্ধভাবে কুরআন শিক্ষা মাকতাব কার্যক্রম শুরু চালু করা হয়েছে। এছাড়া জোনার ফাউন্ডেশন ২০১৪ সালে জুলাই মাসে কর্ম এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য  সম্পূর্ণ অরাজনৈতিক , অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে জোনার ফাউন্ডেশন। আত্ম প্রকাশের পর থেকে গ্রামীন আর্থসামাজিক উন্নয়নে,  দুর্যোগকালীন সময়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, ও অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা করে আসছে জোনার ফাউন্ডেশন।