রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের মা হচ্ছেন লিসা হেইডোন

আবারো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী লিসা হেইডোন। আগামী জুনে এই অভিনেত্রীর ঘরে আসবে নতুন অতিথি। সোমবার (৮ জানুয়ারি) ইন্সটাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানান লিসা। ভিডিওর এক পর্যায়ে ছেলে জ্যাক এসে জানান, এবার কন্যা সন্তানের মা হতে চলেছেন লিসা।
এর আগে, ২০১৭ সালে প্রথম সন্তানের মা হন এই অভিনেত্রী। ছেলের নাম রাখেন জ্যাক। এরপর গত বছর তার দ্বিতীয় ছেলে লিওর জন্ম হয়।
দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর ২০১৬ সালে দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়।
জনপ্রিয়

ফের মা হচ্ছেন লিসা হেইডোন

প্রকাশের সময়: ০২:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
আবারো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী লিসা হেইডোন। আগামী জুনে এই অভিনেত্রীর ঘরে আসবে নতুন অতিথি। সোমবার (৮ জানুয়ারি) ইন্সটাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানান লিসা। ভিডিওর এক পর্যায়ে ছেলে জ্যাক এসে জানান, এবার কন্যা সন্তানের মা হতে চলেছেন লিসা।
এর আগে, ২০১৭ সালে প্রথম সন্তানের মা হন এই অভিনেত্রী। ছেলের নাম রাখেন জ্যাক। এরপর গত বছর তার দ্বিতীয় ছেলে লিওর জন্ম হয়।
দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর ২০১৬ সালে দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়।