দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাহারিয়া খাঁন বিপ্লব। তিনি সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (২৭ নভেম্বর) এক ঘরোয়া আলোচনার মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এ নেতা। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে মনোনয়নপত্র জমা করবেন বলে জানা গেছে। এর আগে দলীয় মনোনয়ন চেয়ে তা পায়নি তিনি।
এদিকে, সাহারিয়া খাঁন বিপ্লবের এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া খবরে তার পক্ষে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকটাই উজ্জীবিত হয়ে উঠেছে এখানকার ভোটার-সমর্থকরা।
এ বিষয়ে সাহারিয়া খাঁন বিপ্লব জাগো২৪.নেট-কে বলেন, জনকল্যাণে কাজ করতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণকে একসঙ্গে নিয়ে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই।
(আরও বিস্তারিত থাকছে পরবর্তী সংবাদে)
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 




















