যুক্তরাজ্য থেকে গত ২৪ ঘণ্টায় পৃথক ফ্লাইটে দেশে ফেরা আরো ৭৬ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের নিয়ে চলতি বছর দেশটি থেকে আসা এক হাজার ৪৭০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৪টি ফ্লাইটে চার হাজার ১৭০ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত ৭৬ যাত্রীকে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়। এছাড়া বাকি চার হাজার ৯৪ জন যাত্রীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মোট ২২ হাজার ৯৭২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।