মহান বিজয় দিবস গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, পৌরপার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
পরে সেখানে কুচকাওয়াজ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শারীরিক কসরত প্রদর্শন করা হয়। সকাল সাড়ে ১০টায় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহেল মাফি, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দুপুরে বিশেষ মোনাজাত, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী, মহিলাদের আলোচনা সভা, প্রীতি ফুটবল, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রামান্য চলচিত্র প্রদর্শন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে পৌর পার্কে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়ের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা। এছাড়া হাসপাতাল, শিশু সদন এবং কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এদিকে, একই কর্মসূচি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় পালন করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 





















