গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নাইম মিয়া (১৪) নামের এক মাদরাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। নানার বাড়ির ঘরের বারান্দায় ধর্ণার (তীর) সঙ্গে আত্নহত্যা করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ওই মরদেহের সুরতহাল রিপোর্ট করেছে পুলিশ।
নাইম মিয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মনমথ আদর্শ পাড়া গ্রামের গোলাপ নবী ও লাইলী বেগম দম্পতির ছেলে। সে স্থানীয় আদর্শ পাড়া নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় পড়াশুনা করত।
স্বজনরা জানায়, নাইম মিয়া মনমথ আদর্শ পাড়ায় তার নানা বাড়িতে অবস্থান করছিল। এরই মধ্যে সোমবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২ টার দিকে সবার অজান্তে ঘরের বারান্দার ধর্নার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করা হয়। মৃতদেহের গলায় ফাঁসের দাগ রয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















