গাইবান্ধা খানকাশরীফ আহম্মদ উদ্দিন স্কুলের নুতুন মাঠে নিরিবিলি পরিবেশে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা পৌরসভার ৩নং ওয়ার্ড খানকাশরীফে প্রতিবারের ন্যায় এবারও মাস ব্যাপি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন হামরা খানকাবাড়ির ছোল বন্ধুমহল।
সাঈদ এন্ড শরিফ এন্টারপ্রাইজ ও শানে খোদা পরিবহনের উদ্যোগে শুক্রবার (২৯ ডিসেম্বর) উক্ত খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে দুটি দল অংশগ্রহণ করেন,সাইকি এফসি বনাম সামছুল হক স্মৃতি স্পোর্টিং ক্লাব।
ফলাফল, সাইকি এফসি কে ১ – ০ গোলে হারায় সামছুল হক স্মৃতি স্পোর্টিং ক্লাব। এসময় উৎসুক জনতার ভিড়ে ব্যাপক আনন্দময় মুহূর্ত বিরাজ করে!
খেলে শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ কে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, আলহাজ্ব খান মোঃ সাঈদ হোসেন জসীম, উদ্বোধক শরিফুল ইসলাম শরিফ, সভাপতি মো:নাজমুল হাসান।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সভাপতি গাইবান্ধা চেম্বার অফ কমার্সের, আলহাজ্ব খান মোঃ সাঈদ হোসেন জসীম। তিনি বলেন ফুলটবল খেলাটা হচ্ছে একটা আনন্দ নিও খেলা ছোট বড় বয়স্ক সবাই বোঝেন এই ফুটবল খেলাটি ছোট বেলায় আমরা খেলতে এসে সন্ধা হলেও বাড়ির ফেরার নাম নেয়নি তিনি দুটি টিম কে বলেন দুটি দলে খুব সুন্দর খেলেছেন খেলা মানেই হার জিত একদল হারবে আর একটি দল জিতবে তিনি রানারআপ কে বলেন হারা না এটা কারণ তোমরা জিতে আজ ফাইনালে এসেছো সবার উদ্দেশে তিনি বলেন দুটি দল কেই শুভ কামনা।
উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম শরিফ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, তিনি বলেন আমি খুব আনন্দিত ভালোবাসার মানুষ গুলো আজ এক সঙ্গে চলে এসেছেন ফুটবল খেলা দেখতে আমি আশা করি ও কমিটিকে বলছি এমন আয়োজন যেনো প্রতি বছরে করেন!টুর্নামেন্টটি সভাপতিত্ব করেন মো: নাজমুল হাসান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
আয়োজক কমিটির মামুন শিপন সজন রুকু মিম জানান, সকলের সহযোগিতায় এমন খেলা আয়োজনের সুযোগ হয়েছে। তবে আগামীতে আরও বড়আকারে এমন খেলা উপহার দেব। আপনাদের উপস্থিতি একান্ত কামনা করছি খেলাটি শান্ত পরিবেশে পরিবেশন হয় যেনো প্রতি-বছরে ছোট বাচ্চা, বয়স্ক, মহিলারা আনন্দের সাথে উপভোগ করে আর একটি কথা না বললেই নয় এলাকার কৃতি সন্তান মুন্না বিল্লাহ্ বলেন আপনাদের সকলের সহযোগিতায় আমি এই খেলার আয়োজন করতে পেরেছি তিনি আরও বলেন প্রধান অতিথি, উদ্বোধক ও সভাপতিকে অনেক অনেক শুভেচ্ছা এবং সব সময় যেনো পাশে থাকেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
























