আল-জাজিরার প্রতিবেদনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন
আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে মানববন্ধন করেছে সামাজিক ও রাজনৈতিক কয়েকটি সংগঠন। মানববন্ধনে আল-জাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানানো হয়।মানবন্ধনে অংশগ্রহণকারীরা আল-জাজিরার প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন। তারা বলেন, একাত্তরের পরাজিত চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ আল জাজিরার এই প্রতিবেদন।
তাই বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানান মানবন্ধনে অংশগ্রহণকারীরা। একইসাথে ভবিষ্যতে যেন চ্যানেলটি এমন প্রতিবেদন প্রচার করতে না পারে, সেজন্য আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়।
জাগো২৪.নেট,ডেস্ক 
























