“গ্রন্থাগারে বই পড়ি স্মার্ট বাংলাদেশ গড়ি” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলার জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পাকেরহাট জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার ফেব্রুয়ারি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসময় জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণ, সহযোগী অধ্যাপক গোলাম আজিজ মিঠু, পাকেরহাট গণগ্রন্থাগারের সদস্য এস এম রকি, চঞ্চল চন্দ্র রায়, ডালিম রায়, জে আর জামান, সুমন সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, একটি জাতিকে এগিয়ে নিতে পড়াশোনা ও বই পড়ার কোনো বিকল্প নেই। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিক্ষার্থীদের আরও বেশি বই পড়তে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

























