জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার, রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের হয়ে কাজ করেছেন তাদের বড় বড় পদে বসিয়েছেন জিয়া। তার বড় প্রমাণ শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া। জিয়াই যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি মূলত মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী হয়ে কাজ করেছেন।
এ সময় জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছেন এবং স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন বলেও মন্তব্য করেন।
জাগো২৪.নেট,ডেস্ক 






















