রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: বাসন্তি হাওয়া

বাসন্তি হাওয়া

ফাতেমা রহমান

………………

দখিন ধারে দ্বার খুলেছি

বাসন্তেরি মলয় এলো বলে।

ফাগুন হাওয়া বইছে এলো চুলে।

পলাশ বনে রং ধরেছে।

কোকিল ডাকে কৃষ্ণচূড়া ডালে।

কনকচাঁপা,

নয়ন তাঁরা মিষ্টি নয়ণ খোলে।

হেথায় হোথায় মিষ্টি মধুর গন্ধ

বিধুর অলিরা সব ফুলের গায়ে

মধুর টানে মুখুর।

এদিক ওদিক হাসির ঝলক।

বাসন্তেরি সাজসজ্জাতে

জনেজনে এ কোণ পুলক!!

জনপ্রিয়

কবিতা: বাসন্তি হাওয়া

প্রকাশের সময়: ০৮:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১

বাসন্তি হাওয়া

ফাতেমা রহমান

………………

দখিন ধারে দ্বার খুলেছি

বাসন্তেরি মলয় এলো বলে।

ফাগুন হাওয়া বইছে এলো চুলে।

পলাশ বনে রং ধরেছে।

কোকিল ডাকে কৃষ্ণচূড়া ডালে।

কনকচাঁপা,

নয়ন তাঁরা মিষ্টি নয়ণ খোলে।

হেথায় হোথায় মিষ্টি মধুর গন্ধ

বিধুর অলিরা সব ফুলের গায়ে

মধুর টানে মুখুর।

এদিক ওদিক হাসির ঝলক।

বাসন্তেরি সাজসজ্জাতে

জনেজনে এ কোণ পুলক!!