পরিকল্পনা ও কৌশল ঠিক না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। খেলোয়াড়রা টেস্টের মেজাজে ছিল না বলেও মন্তব্য করেছেন বিসিবি নাজমুল হোসেন সভাপতি।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল ধবলধোলাই হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সাকিবের বিকল্প হিসেবে মাহমুদউল্লাহর নাম থাকলেও তাকে দলে নেয়নি টিম ম্যানেজম্যান্ট।
দল হারার কারণ হিসেবে কোচ ও দলের অধিনায়কের কাছে জবাব চাওয়া হবে বলেও জানান বিসিবি সভাপতি। সেই সঙ্গে দলে বড় ধরনের পরিবর্তন আসবে বলেও ঘোষণা দেন বিসিবি প্রধান।
পাপন বলেন, “আমি খেলাগুলা দেখেছি। আমার অনেক প্রশ্ন আছে। ওদের নিয়ে বসবো, ওদেরকে প্রশ্নগুলো করবো। তারপর ওদের উত্তরগুলা জানতে চাইবো।”
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে টাইগাররা তুলতে সক্ষম হয় ২১৩ রান। এতে ২-০ তে টেস্ট সিরিজ জিতলো ক্যারিবীয়রা।
জাগো২৪.নেট,স্পোর্টস ডেস্ক 
























