শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় থেকে বিএনপি নির্বাচনে জালিয়াতি করেছে: ওবায়দুল কাদের

ক্ষমতায় থেকে বিএনপি সব সময়ই নির্বাচনে জালিয়াতি করেছে, এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৫ই ফেব্রুয়ারির মতো ভোট ডাকাতির নির্বাচন করে দলটি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বলেও এসময় অভিেযাগ করেন তিনি।

সোমবার রাজধানীর রাসেল স্কয়ারে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের প্রতিবাদে এক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এ নেতা ।

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিএনপি বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই জাতীয় নির্বাচন করেছিল। এরপর থেকে আওয়ামী লীগসহ ছোট-বড় সব দলই একে ভোটারবিহীন ও ভোট ডাকাতির নির্বাচন হিসেবে আখ্যাায়িত করে থাকে।একতরফা ওই নির্বাচনের দিনটির স্মরণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সরকারি বাসভবন থেকে এসমাবেশে অনলাইনের মাধ্যমে অংশ নেন ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, ১৫ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের দিনটিকে দেশের গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায়।

তাছাড়া জিয়াউর রহমানের হা/না ভোট থেকে শুরু করে ২০০৭ সালে দেড়কোটি ভুয়া ভোটার বানানোসহ ভোট ডাকাতির নীলনকশা, বিএনপির শাসনামলের চরম অনিয়মের বহিঃপ্রকাশ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা দাবি করেন, সন্ত্রাস ও গণতন্ত্রবিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে উঠেপড়ে লেগেছে।

ক্ষমতায় থেকে বিএনপি নির্বাচনে জালিয়াতি করেছে: ওবায়দুল কাদের

প্রকাশের সময়: ০৬:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

ক্ষমতায় থেকে বিএনপি সব সময়ই নির্বাচনে জালিয়াতি করেছে, এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৫ই ফেব্রুয়ারির মতো ভোট ডাকাতির নির্বাচন করে দলটি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বলেও এসময় অভিেযাগ করেন তিনি।

সোমবার রাজধানীর রাসেল স্কয়ারে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের প্রতিবাদে এক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এ নেতা ।

১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিএনপি বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই জাতীয় নির্বাচন করেছিল। এরপর থেকে আওয়ামী লীগসহ ছোট-বড় সব দলই একে ভোটারবিহীন ও ভোট ডাকাতির নির্বাচন হিসেবে আখ্যাায়িত করে থাকে।একতরফা ওই নির্বাচনের দিনটির স্মরণে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সরকারি বাসভবন থেকে এসমাবেশে অনলাইনের মাধ্যমে অংশ নেন ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, ১৫ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের দিনটিকে দেশের গণতন্ত্রের ইতিহাসে এক কালো অধ্যায়।

তাছাড়া জিয়াউর রহমানের হা/না ভোট থেকে শুরু করে ২০০৭ সালে দেড়কোটি ভুয়া ভোটার বানানোসহ ভোট ডাকাতির নীলনকশা, বিএনপির শাসনামলের চরম অনিয়মের বহিঃপ্রকাশ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা দাবি করেন, সন্ত্রাস ও গণতন্ত্রবিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে উঠেপড়ে লেগেছে।