গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতে আবু হোসেন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আবু হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার কন্দর্পপুর (ঘোড়ামারা) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মার্চ বিকেল পৌনে ৫ টার দিকে কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া বাজারের পশ্চিম পাশে ওই তরুণীকে একা পেয়ে আবু হোসেন তার দলবল নিয়ে তরুণীকে অপরহরণ করে নিয়ে যায়। এরপর বিয়ের প্রলোভন দিয়ে ইচ্ছের বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনায় মামলা দায়ের হলে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এদিকে এরপর থেকে আবু হোসেনসহ অন্যান্য আসামিরা আত্নগোপনে থাকেন। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখে বুধবার (১৫ মে) গোপন সংবাদে র্যাব গাইবান্ধা ও কেরানীগঞ্জ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ঢাকার লালবাগের চানখারপুল নামকস্থান থেকে আবু হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার আসামি আবু হোসেনকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















