বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে। রোববার সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সাদুল্লাপুর উপজেলা মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার।
এসময় বক্তব্য দেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, এমপির প্রতিনিধি আনোয়ারুল আজিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান, ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাসেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এশরাফুল কবির আরিফ, সাধারণ সম্পাদক আসলাম হোসেন নান্নু, মৎস্যজীবি লীগের যুগ্ন আহবায়ক লুৎফর রহমান লতিফ প্রমুখ।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট