বৈষম্যবিরোধী শিক্ষার্থী জনতার আন্দোলনের এক দফা দাবিতে তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে পাবনার বিভিন্ন উপজেলায় বিজয় মিছিল করছে সাধারণ জনগণ।
পাবনার পাবনা সদর, আটঘরিয়া, চাটমোহর, ঈশ্বরদীসহ সবকটি উপজেলার বিভিন্ন পেশার সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় মিষ্টি বিতরণ করেছে।
সেনা প্রধানের জনসাধারণের উদ্দেশ্যে ভাষণের কথা প্রচার হওয়ার পর থেকেই মানুষের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করতে ছিল। মানুষ সহজেই ধারণা করে নিয়েছিল যে, সেনাবাহিনী আজকে এর ফায়সল দিবে।
ঠিক তাই সেনাবাহিনীর ভাষণের পর এবং গণমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের এবং দেশত্যাগের বিষয়টি জানার পর সাধারণ জনগণ ব্যাপক উল্লাস এবং বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা।
বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ।