গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে মোশাররফ হোসেন বুলুকে আহ্বায়ক, জাহিদুল ইসলাম জাহিদকে যুগ্ন আহ্বায়ক ও একেএম শামসুল হককে সদস্য সচিব করা হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে সুন্দরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, সুদীপ্ত শামীম, মিজানুর রহমান ও সাইফুল আকন্দ।
এর আগে গত মঙ্গলবার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সুনামক্ষুন্নসহ সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের ৪ সদস্যকে সকল ধরণের পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিস্কৃতরা হলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অবুঝ, সহ-সভাপতি শেখ মামুন উর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক ও কোষাধ্যক্ষ লিয়ন ইসলাম রানা।
পরে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার ক্লাবটির আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট