সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমেই আমরা জানতে পারি দেশের তথা সারাবিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে। জাতির নিকট আপনারা সকল ঘটনা তুলে ধরেন। এটা সাহসিকতার কাজ। আপনাদের এ সাহসীকতাপূর্ণ কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ উপজেলাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই।
গত ২১ মার্চ শুক্রবার বিকালে উপজেলার দারুল ফালাহ আলিম মাদরাসা অডিটোরিয়ামে প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকদের নিয়ে আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা ১৯৭৩ সাল থেকে বিভিন্ন সময় ও বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছি। তারা কেউ জনগণের অধিকার প্রতিষ্ঠা করেনি। গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। ফলে তারা জনগণ ও সংবাদকর্মীদের হক প্রতিষ্ঠা করতে পারেনি। আমি মনে করি, বিগত সরকারের দলগুলোর মধ্যে গণতন্ত্র ও নিরপেক্ষতা ছিল না। ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা জনগণের হক প্রতিষ্ঠা করবো। পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষ ও অবাধে কাজ করার সুযোগ প্রদান করবো। তবে হলুদ সাংবাদিকতাকে আমরা বরদাস্ত করবো না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার আমির প্রভাষক মো. রাশেদুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল মমিন বিএসসি, সাংবাদিক আফছার আলী খান, রমজান আলীসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ই অনলাইন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট