খালেদা জিয়ার স্বাভাবিক চিকিৎসা সরকার নিশ্চিত করলে এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করে করোনা টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী।আজ বুধবার হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন এখনো অসুস্থ, আগে তার শারীরিক অবস্থার আরো উন্নত হওয়া দরকার। সরকার তার চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ আইনজীবীর।
তিনি বলেন, “স্বাভাবিক চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ার পরে করোনা প্রতিরোধের ভ্যাকসিন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে গত বছরের ২৫শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পেয়ে তার গুলশানের বাসায় যান।
জাগো২৪.নেট/ডেস্কঃ 
























