রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চীনা হাসপাতাল গাইবান্ধায় নির্মাণের দাবি এনসিপি নেতার

তোফায়েল হোসেন জাকির:  বাংলাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। এটি গাইবান্ধায় নির্মাণের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চল সংগঠক নাজমুল হাসান সোহাগ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস লিখে একটি ফটোকার্ড পোস্ট করেছেন তিনি।

এই পোস্টে নাজমুল হাসান সোহাগ লিখেছেন- উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে গাইবান্ধা জেলার মানুষজনের কোন উল্লেখযোগ্য হাসপাতাল নেই! আমরা গাইবান্ধাবাসী নির্মিতব্য চীনের ১০০০ শয্যার হাসপাতালটি গাইবান্ধায় করার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে একই মন্তব্য করেন এই নেতা।

এদিকে, গাইবান্ধার আপামর জনগণ গাইবান্ধা জেলায় ওই হাসপাতালটি নির্মাণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে দাবি করে চলছেন। এটি যেনো সবার প্রাণের দাবি।

প্রসঙ্গত: স্বাস্থ্যখাতে চীন সরকার বড় ধরণের বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশে। এখানে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নামের একটি ১ হাজার শয্যা হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এ নিয়ে অতি শিগগির চীন থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবেন।

জনপ্রিয়

চীনা হাসপাতাল গাইবান্ধায় নির্মাণের দাবি এনসিপি নেতার

প্রকাশের সময়: ১০:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

তোফায়েল হোসেন জাকির:  বাংলাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। এটি গাইবান্ধায় নির্মাণের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চল সংগঠক নাজমুল হাসান সোহাগ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস লিখে একটি ফটোকার্ড পোস্ট করেছেন তিনি।

এই পোস্টে নাজমুল হাসান সোহাগ লিখেছেন- উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে গাইবান্ধা জেলার মানুষজনের কোন উল্লেখযোগ্য হাসপাতাল নেই! আমরা গাইবান্ধাবাসী নির্মিতব্য চীনের ১০০০ শয্যার হাসপাতালটি গাইবান্ধায় করার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে একই মন্তব্য করেন এই নেতা।

এদিকে, গাইবান্ধার আপামর জনগণ গাইবান্ধা জেলায় ওই হাসপাতালটি নির্মাণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে দাবি করে চলছেন। এটি যেনো সবার প্রাণের দাবি।

প্রসঙ্গত: স্বাস্থ্যখাতে চীন সরকার বড় ধরণের বিনিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশে। এখানে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নামের একটি ১ হাজার শয্যা হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এ নিয়ে অতি শিগগির চীন থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবেন।