শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় কোরবানির গোশত পেল ৭০০ দুস্থ পরিবার

পবিত্র ঈদুল আজহার দিনে বিত্তবানদের ঘরে ঘরে কোরবানি হলেও দুস্থ পরিবারের মানুষের এমন সামর্থ হয় না। তাই গাইবান্ধার ৭০০ ছিন্নমূল পরিবারের ঘরে কোরবানির গোশত বিতরণ করলো- বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (৬ জুন) গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে এই গোশতের প্যাকেট বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা।

গাইবান্ধা কামারজানি, দারিয়াপুর, সাদুল্লাপুর, তুলসীঘাট, বালাশি, বাটকামারি চর, কুন্দেরপার চর, লক্ষ্মীপুরসহ আরও অন্যান্য স্থানে দুস্থের মাঝে কোরবানির গোশত সরবরাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, সংগঠনটির সাদিক আহমেদ ফারহান, মামুন,  আসফিকা জাহান আফি, সাইফি, খন্দকার আবুল হায়াত, রিদয়, পুলক, লুম্পা, রিয়া, শিহাব, সৌরভ, মারুফা, ইফা, ইরা, জেরিন, আতিফ,  আছিফ, সজীব, সাগরসহ অনেকে।

কছিমন বেওয়া নামের এক সুবিধাভোগি বলেন, হামরা গরীব মানুষ। ঈদত কোরবানি করতে পাইনা। গোশতও কিনব্যার পাইনা বাহে। আজ মেলাগুলা ছইলপল হামাক ডাকিয়ে গোশত দিলো বাবা। আল্লাহ ওমারগুলাক ভালো করুক।

এ বিষয়ে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই সামান্য আয়োজন। যাতে করে ছিন্নমূল পরিবারের মানুষেরা ঈদের দিনে গোশত খেতে পারে সেদিক বিবেচনা করে কোরবানির গোশত বিতরণ করা হয়। আমাদের সাংগঠনিক সামাজিক কার্যক্রমে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

জনপ্রিয়

জিম্মি ইউএনওকে সেনাবাহিনীর উদ্ধার মহড়া

গাইবান্ধায় কোরবানির গোশত পেল ৭০০ দুস্থ পরিবার

প্রকাশের সময়: ১০:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহার দিনে বিত্তবানদের ঘরে ঘরে কোরবানি হলেও দুস্থ পরিবারের মানুষের এমন সামর্থ হয় না। তাই গাইবান্ধার ৭০০ ছিন্নমূল পরিবারের ঘরে কোরবানির গোশত বিতরণ করলো- বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (৬ জুন) গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে এই গোশতের প্যাকেট বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা।

গাইবান্ধা কামারজানি, দারিয়াপুর, সাদুল্লাপুর, তুলসীঘাট, বালাশি, বাটকামারি চর, কুন্দেরপার চর, লক্ষ্মীপুরসহ আরও অন্যান্য স্থানে দুস্থের মাঝে কোরবানির গোশত সরবরাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, সংগঠনটির সাদিক আহমেদ ফারহান, মামুন,  আসফিকা জাহান আফি, সাইফি, খন্দকার আবুল হায়াত, রিদয়, পুলক, লুম্পা, রিয়া, শিহাব, সৌরভ, মারুফা, ইফা, ইরা, জেরিন, আতিফ,  আছিফ, সজীব, সাগরসহ অনেকে।

কছিমন বেওয়া নামের এক সুবিধাভোগি বলেন, হামরা গরীব মানুষ। ঈদত কোরবানি করতে পাইনা। গোশতও কিনব্যার পাইনা বাহে। আজ মেলাগুলা ছইলপল হামাক ডাকিয়ে গোশত দিলো বাবা। আল্লাহ ওমারগুলাক ভালো করুক।

এ বিষয়ে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই সামান্য আয়োজন। যাতে করে ছিন্নমূল পরিবারের মানুষেরা ঈদের দিনে গোশত খেতে পারে সেদিক বিবেচনা করে কোরবানির গোশত বিতরণ করা হয়। আমাদের সাংগঠনিক সামাজিক কার্যক্রমে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।