গাইবান্ধার সাদুল্লাপুর প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক এনশাদ আলী ও সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ অন্যন্যা শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক খন্দকার মোস্তাক আহাম্মেদ শাকিল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আমিনুল ইসলামের আন্তরিকতায় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার লক্ষ্যে এই দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও শিক্ষক-শিক্ষার্থীদের মঙ্গলসহ দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























