গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনয় প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সাদুল্লাপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, বর্তমান যুগ্ন আহ্বায়ক শাহ আলম মিয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান সরকার, শাহিন মিয়া, রেজাউল করিম রাজু, তাঁতীদল নেতা মোজহারুল ইসলাম বাবলুসহ অনেক।
মতবিনিময়কালে রফিকুল ইসলাম রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীরা জনবহুল স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। আর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে আমি মনোনয়ন পাব বলে আশাবাদী। সেইসঙ্গে সকল ভেদাভেদ ভুলে দলকে আরও বেগবান করাসহ আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























