গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সড়কে যাত্রীবাহী বাসের লকারে থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে ডিএনসি’র দল। একইসঙ্গে শাহিন আলম (২০) নামের এক মাদককারবারিকেও গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের মহেশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া শাহিন আলম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের আক্কাস আলী ও শেফালী বেগম দম্পতির ছেলে।
অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরবি ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসটি মহেশপুরের ব্রিটিশ টোব্যাকো কোম্পানির অফিসের সামনে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাসের লকারে রাখা প্লাস্টিকের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ মাদকে জড়িত শাহিন আলম নামের কারবারিকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক জুয়েল ইসলাম বলেন গ্রেফতার শাহিন আলমের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 























